News US
ভূমিকম্পে কাঁপল দেশ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে সকালে পাকিস্তানেও ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।


![Macro Risk Trinity [OAS|VIX|MOVE] — Indicator by Robinhodl21](https://cdn2.el-balad.com/wp-content/uploads/2025/11/Macro-Risk-Trinity-OASVIXMOVE-—-Indicator-by-Robinhodl21-scaled-1-390x220.webp)

